করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত কারণে আগামী ২৬-০৩-২০২০ খ্রিঃ হতে ০৪-০৪-২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় দেশের রপ্তানির স্বার্থে রপ্তানি উন্নয়ন ব্যুরো আগামী ২৯, ৩১ মার্চ এবং ২রা ও ৪ঠা এপ্রিল ২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ পর্যন্ত ব্যুরোর টেক্সটাইল ও নন-টেক্সটাইল আইটেমের জিএসপি/সাফটা/সাপটা/আফটা/সিও ও অন্যান্য সার্টিফিকেট অব অরিজিন ইস্যু সংক্রান্ত কার্যক্রম চলমান থাকবে। উক্ত সময়ে কার্যক্রম পরিচালনার সাথে সংশ্লিষ্ট্র কর্মকর্তা/কর্মচারী কর্মস্থলে উপস্থিত থাকবেন।
০২। সেবা গ্রহণকারী প্রতিনিধিকে করোনা ভাইরাস প্রতিরোধে সকল প্রকার সর্তকতা অবলম্বনপূর্বক প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হলো।